৮৭ জনকে প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স ২০১৪ নির্বাচিত হলেন কলম্বিয়ার ২২ বছর বয়সী পাওলিনা ভেগা। আর তাকে এই বিজয়ীর মুকুট পরিয়ে দিলেন মিস ইউনিভার্স ২০১৩ জয়ী গ্যাব্রিয়েলা।
ডোরাল-মায়ামির ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরিনায় এই ইভেন্টটির আয়োজন করা হয়েছিল। পাওলিনা ভেগার রক্তেই আছে সুন্দরী হাওয়া। পাওলিনা মিস অ্যাটলান্টিকো ১৯৫৩ খেতাবপ্রাপ্ত এলভিরা ক্যাসটিলোর নাতনি। পাওলিনা শুধু যে দেখতেই সুন্দর তা নয়, তিনি পড়াশোনাতেও ভীষণ পারদর্শী। তিনি বোগোটার ইউনিভার্সিডাড জাভেরিয়ানাতে ব্যবসায় প্রশাসন নিয়ে অধ্যয়ন করছেন।
গ্র্যান্ড ফিনালের আগে পলিনা বলেছিলেন, এতো বড় মঞ্চে নারীর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য স্বপ্নের এবং সৌভাগ্যের। কেবল সৌন্দর্যের ব্যাপারেই নারীর সচেতন হওয়া প্রয়োজন নয়; পেশা, মেধা ও ব্যক্তিজীবনে পরিশ্রমের ব্যাপারেও সচেতনতা বাড়ানো জরুরি।
নতুন এই মিস ইউনিভার্স একজন স্বপ্নদর্শী। তিনি নাচতে, বাইক চালাতে এবং সমুদ্র সৈকতে ঘুরতে ভালোবাসেন। কলম্বিয়ার পক্ষ থেকে এর আগে ১৯৫৮ সালেও একজন মিস ইউনিভার্স হয়েছিলেন। তাই পাওলিনার এই বিজয় দ্বিতীয়বারের মত দেশটিকে সম্মান এনে দেয়।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব