ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমা সর্বশেষ প্লে-ব্যাক করেছিলেন মাটির ঠিকানা, রূপগাওয়াল, প্রেম কয়েদি চলচ্চিত্রে। সেটা ২০১০ সালের কথা।
দীর্ঘ চার বছর পর আবারও চলচ্চিত্রের গান গাইলেন এই শিল্পী। গানটির সুর ও সংগীত করেছেন সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ। 'তোমার লাগি মন বিবাগি জাতকুলমান হারা' শিরোনামে গানটির কথা লিখেছেন এ মিজান। সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ সম্পর্ক স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ইদ্রিস হায়দার পরিচালিত 'বাঙালি কন্যা' চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করা হয়েছে।
এ সম্পর্কে সালমা বলেন, 'সিনেমায় গান খুব কম গাওয়া হয়। আমি নিয়মিত সিনেমার গান গাইতে চাই। এই গানটির কথা ও সুর অসাধারণ। গানটি গাইতে পেরে আমি আনন্দিত। আমি এ পর্যন্ত যতগুলো চলচ্চিত্রের গান গেয়েছি সবগুলো গানই জনপ্রিয় হয়েছে। আমার বিশ্বাস, এই গানটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে। কারণ এই গানের কথা ও সুরের পাশাপাশি ছবির গল্পটি একটু ব্যতিক্রম। আমি গানটি নিয়ে আশাবাদী।'
সালমা বর্তমানে স্টেজ শো ও টেলিভিশন লাইভের পাশাপাশি লালনের গান নিয়ে এবং মৌলিক গানের দুটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।