'তুমি কি কেবলই ছবি'; এই নাটকের মাধ্যমে টিভি নাট্যকার হিসেবে আত্দপ্রকাশ করলেন জি.এম. স্পর্শ। ত্রিভুজ প্রেমের কাহিনীতে রচিত হয়েছে নাটকটি।
এতে অভিনয় করেছেন সাবি্বর আহমেদ, অহনা, নাজনীন, দোলন, উচ্ছ্বাস, বাবুল প্রমুখ।
নাটকটির পরিচালক জি.এম. সৈকত জানান শীঘ্রই নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। আশা করি সবার ভালো লাগবে। জি.এম. স্পর্শ বলেন, এটি আমার প্রথম লেখা নাটক। স্বামী নাট্য নির্মাতা জি.এম. সৈকতের অনুপ্রেরণাতেই নাটক লিখার সাহস পেয়েছি ।