বিখ্যাত স্ক্রিপ্টরাইটার এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান ভারতের পদ্মশ্রী পদক নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এই পুরস্কার নিতে অস্বীকৃতি জানানোর কারণ আর কিছুই নয়। তার মতে, ভারতের সিনেমা জগতে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তার স্বীকৃতি জানাতে ভারত সরকার অনেক বেশি দেরি করে ফেলেছে।
সেলিম খান বলেন, তিনি পদ্মশ্রী নয় বরং পদ্মভূষণ বা পদ্মবিভূষণের মত পুরস্কার পাওয়ার দাবিদার। ভারত সরকার তার সব কীর্তিকে অগ্রাহ্য করেছে এবং তার জুনিয়র অনেককেই অনেক সম্মাননা দেওয়া হয়েছে। কিন্তু তখন তাকে দেওয়া হয়নি। আর তাই যখন জানতে পারেন তাকে পদ্মশ্রী খেতাব দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে, তিনি তাতে মনঃক্ষুণ্ণ হন। কেননা পদ্মশ্রী পুরস্কার তার কাজ এবং স্ট্যাটাসের সঙ্গে যায় না। সেলিম খান জাভেদ আখতারের সঙ্গে বলিউড সিনেমা জগতে অসামান্য অবদান রেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো চরিত্রও তৈরি করেছেন তিনি। এসব চরিত্রের মধ্যে অ্যাংগ্রি ইয়াং ম্যান, বাসান্তি, গাববার সিং ও মোগাম্বো অন্যতম। শুধু তাই নয়, জাঞ্জির, ডন এসবও এই প্রতিভাবান লেখকের মধ্য দিয়েই উঠে এসেছে। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।