এ বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী' অ্যাওয়ার্ড নিতে অস্বীকৃতি জানিয়েছেন হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত চিত্রনাট্যকার ও অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান। এ প্রসঙ্গে ক্ষুব্ধ সেলিম বলেন, হিন্দি চলচ্চিত্রে আমার যে অবদান তার জন্য পদ্মশ্রীর চেয়ে আরো মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমার পাওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম অন্তত পদ্মভূষণ সম্মাননা দেওয়া হবে আমাকে। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পদ্মশ্রী খেতাব আমার পক্ষে কোনোভাবেই গ্রহণ করা সম্ভব না।
৭৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, এত দিনে আমাকে পদ্ম পুরস্কার দেওয়ার জন্য সাধা হচ্ছে। অথচ আমার সমসাময়িক অনেকেই বহুদিন আগেই তা পেয়ে গেছেন। আমার সঙ্গী জাভেদ আখতার পদ্মভূষণ ও পদ্মশ্রী দুটি খেতাবই পেয়েছেন। চলচ্চিত্রশিল্পে আমার অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী খেতাবটি যথেষ্ট মনে হয়নি বলেই তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলেও জানান সেলিম খান।
এদিকে সেলিম খানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে লেখক উদয় তারা নায়ার বলেন, তার চেয়ে বয়সে ছোট চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত অনেকেই এই পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে মাধুরী দীক্ষিত, সাইফ আলী খানসহ আরো কয়েকজন রয়েছেন।
তিনি বলেন, সম্ভবত বিজেপি দলের প্রতি সমর্থনের জন্যই এত দিনে সেলিম খানকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। কিন্তু সত্যিই যদি যথাযথভাবে তার কাজকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে পদ্মভূষণ কিংবা পদ্মবিভূষণ খেতাব দেওয়া হতো তাকে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ