অবশেষে বহু প্রতীক্ষিত মুভি 'মহেঞ্জোদারো'র শুটিং আজ থেকে শুরু হয়েছে। মুভিটিতে অভিনয়ের লক্ষ্যে রাজস্থানের ভুজে পৌঁছেছেন হট অভিনেতা হৃত্বিক রোশন। এমন খবরে নিশ্চয় খুুশি হয়েছে হৃত্বিক ভক্তরা। কারণ তাকে সর্বশেষ 'ব্যা' ব্যাং' মুভিতে গত বছরের শেষের দিকে ক্যাটরিনার বিপরীতে দর্শকরা দেখতে পেয়েছিল। এরপর তার আরো কোনো মুভি মুক্তি পায়নি। খবর ইন্ডিয়া টুডে'র
'মহেঞ্জোদারো' পরিচালনা করেছেন 'লাগান', 'যোদা আকবর' খ্যাত পরিচালক আশুতোষ গুয়ারিকা। মুভিটিতে অভিনয়ের মধ্য দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী পূজা হেজের। মুভিটি ২০১৬ সালে মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ