ভারতীয় ছবি প্রদর্শনের বিরুদ্ধে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে চলচ্চিত্র ঐক্য জোট। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্য জোটের নেতারা। তারা জানান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, সাধারণ সম্পাদক মিশা সওদাগর, অভিনেতা জায়েদ খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভারত থেকে নতুন কোনো ছবি আমদানি করা হবে না বলে তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। তারা আরও বলেন, কতিপয় কুচক্রী নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এদেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের অশুভ পাঁয়তারায় মেতে উঠেছেন। এদেশের চলচ্চিত্র কর্মীদের শরীরে একবিন্দু রক্ত থাকতে কুচক্রীদের কোনো ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেবে না।
অন্যদিকে গত রবিবার প্রদর্শক সমিতি নির্মাতা সোহানুর রহমান সোহান এবং অভিনয়শিল্পী শাকিব খান ও মিশা সওদাগরের বিরুদ্ধে চলচ্চিত্র প্রদর্শন নিষেধাজ্ঞা জারি করে। এ বিষয়ে চলচ্চিত্র ঐক্যজোট বলেন, কোনো নিষেধাজ্ঞার ভয়ে বসে থাকবে না কেউ। একই সঙ্গে তারা পাইরেসির মধ্য দিয়ে চলচ্চিত্রশিল্পকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে তাতেও প্রদর্শকদের হাত রয়েছে বলে দাবি করেন। সবদিক থেকে চলচ্চিত্রের শত্রু হিসেবে প্রদর্শক সমিতিকে চিহ্নিত করেন তারা।