মেধাবী তরুণ নির্মাতা সাখাওয়াত মানিক দীর্ঘদিন ধরে নির্মাণের সঙ্গে জড়িত। বেশকিছু একক নাটক এবং টেলিফিল্ম নির্মাণ করে দর্শকের কাছাকাছি গিয়েছেন তিনি। এবার তিনি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। আর নিজের প্রথম ধারাবাহিকের শীর্ষ সংগীতের জন্য বেছে নিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে। হাবিব ধারাবাহিকের গল্প এবং প্ল্যানিং শুনে রাজি হয়েছেন সঙ্গে সঙ্গে। আর তাই জাহিদ আকবরের কথায় তৈরি করেছেন মানিকের প্রথম ধারাবাহিক 'মেঘে ঢাকা শহর'র জন্য শীর্ষ সংগীত। সম্প্রতি রেকর্ডিং শেষ হয়েছে। গানের কথা হচ্ছে- 'কেউ বোনা আড়ালে মুখোশের ঘর, জোছনা অাঁধারে মেঘে ঢাকা শহর'। রুদ্র মাহফুজের লেখা ধারাবাহিকটির শীর্ষ সংগীতে হাবিবের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। শীর্ষ সংগীত নিয়ে মানিক বলেন, 'আমি যেভাবে চাইছি সেভাবেই সবকিছু হচ্ছে। তাই আশা করি, দর্শককে খুব ভালো একটি ধারাবাহিক উপহার দিতে পারব।' হাবিব ওয়াহিদ বলেন, 'নাটকের গল্পের বিষয়গুলো আমার ভালো লেগেছে। তাই গানটি করতে উৎসাহী হয়েছি।'