চারদিকে এখন সেলফি নিয়ে হৈচৈ। সামাজিক যোগাযোগ সাইটে মানুষ নিয়মিত সেলফি আপলোড করেন। সেলফির বুদ্ধি মানুষ পেল কীভাবে? সম্প্রতি পাওয়া গেছে এক চমকপ্রদ তথ্য। মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান দাবি করেছেন, তিনিই নাকি সেলফি প্রথার আবিষ্কার! কারণ হিসেবে তিনি জানিয়েছেন, পৃথিবীজুড়ে সেলফি জনপ্রিয় হওয়ার আগে থেকেই নাকি তিনি সেলফি তুলেন। মাত্র চার বছর বয়স থেকেই সেলফি তুলছেন তিনি। তিনি বলেন, 'বিশ্বাস করুন আর নাই করুন, চার বছর বয়স থেকে আমি নিজের ছবি নিজেই তুলে আসছি। স্কুলজীবনে আমি আমার নিজের ছবি তুলতাম। সেই থেকে আমি সেলফির প্রেমে পড়ে যাই। তাই বলতে চাই, সেলফিপ্রীতি আমার মাধ্যমেই ছড়িয়েছে।'
আগামী মে মাসে কিমের দুই হাজার সেলফি নিয়ে প্রকাশ হতে যাচ্ছে 'সেলফিস' শিরোনামের একটি বই। বইটিকে নিজের জীবনের প্রতিচ্ছবি বলেই জানিয়েছেন কিম। বই প্রকাশের ভাবনা, শিরোনামসহ এটি প্রকাশের সব কৃতিত্ব কিম দিয়েছেন তার স্বামী র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টকে।
কিম বলেন, 'বই প্রকাশের ভাবনার কথা প্রথম আমাকে জানায় কেনি। বইয়ের শিরোনামও তার দেওয়া। শুরু করে সবকিছুই করেছে কেনি। কেবল স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যেই সেলফি তোলা শুরু করেছিলাম আমি। ছবিগুলো এত কাজে আসবে, তা কখনোই ভাবিনি।'