অনেকে বলেন, অভিনেত্রী কুসুম শিকদার ডুব দিয়ে থাকেন। মাঝে-মধ্যে জেগে ওঠেন। ঘটনা আসলেই অনেকটা এমনই। কুসুম জেগে ওঠেন, আর সেটা ভালো খবর নিয়েই। নতুন খবর হচ্ছে, কুসুম ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের নায়িকা হতে যাচ্ছেন। এর থেকেও বড় খবর, তিনি গৌতম ঘোষের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। অর্থাৎ গৌতম ঘোষ প্রসেনজিত এবং কুসমকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। চলচ্চিত্রের শিরোনাম 'শঙ্খচিল'। প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক (বিপণন) ইবনে হাসান খান জানান, আগামী মাসের শেষ সপ্তাহে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে আশীর্বাদ চলচ্চিত্র।
কুসুম সিকদার এ পর্যন্ত দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন- 'গহীন শব্দ' এবং 'লালটিপ'। এবার তিনি তৃতীয় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বলা যায়, তৃতীয় ছবিতেই বিশাল সুযোগ পাচ্ছেন তিনি।
সীমান্তবর্তী এলাকার একটি পরিবারের গল্প নিয়ে 'শঙ্খচিল' ছবির কাহিনি গড়ে উঠেছে।
কুসুম বলেন, 'লালটিপ' ছবির পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনো প্রস্তাবই পছন্দ হচ্ছিল না। আমি আসলে ভালো একটি সুযোগের অপেক্ষায় ছিলাম। আর সেই সুযোগটি এলো। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম।'
প্রসেনজিতের বিপরীতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, 'খুব ভালো লাগছে। তার মতো একজন অভিনেতার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে।' অন্যদিকে গৌতম ঘোষের পরিচালনায় বেশ উচ্ছ্বসিত কুসুম। তিনি বলেন, 'আমি মনে করছি, অভিনয়ের স্কুলে ভর্তি হতে যাচ্ছি। অভিনয়ের সব ব্যাকরণ এই সুযোগে শিখে রাখতে চাই। যাতে সারা জীবন সূত্রগুলো ব্যবহার করতে পারি।'