আরেফিন শুভ চলচ্চিত্রে নিয়মিত। আমাদের চলচ্চিত্রের আগামী দিনের সম্ভাব্য সুপারস্টার তিনি। অন্যদিকে নুসরাত ফারিয়া কথার ফুলঝুরি। নিয়মিত উপস্থাপনা করে চলেছেন। এবার শুভ এবং ফারিয়াকে দেখা যাবে অন্যভাবে। দু'জন জুটি হয়ে আসছেন ভালোবাসা দিবসে। তাদের রসায়ন দেখা যাবে পর্দায়। দু'জনে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। রিয়াদ রহমানের পরিচালনায় একটি বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হয়েছেন শুভ-ফারিয়া। ফিল্মি এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনটি। 'ভালো তোমায় বাসি বন্ধু প্রথম দেখাতেই' শিরোনামের জিঙ্গেলে দেখা যাবে তাদের। সন্ধির সুরে জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন কণা ও মাহাদী। শুটিং স্পট সূত্রে জানা গেছে, পর্দায় শুভ-ফারিয়ার রসায়ন জমবে বেশ। চলচ্চিত্রের নায়ক-নায়িকাই মনে হয়েছে তাদের। এ বিজ্ঞাপন দেখে কোনো চলচ্চিত্র নির্মাতা তাদের অভিনয়ে চুক্তিবদ্ধ করার জন্য উৎসাহী হতে পারেন।
এদিকে বিজ্ঞাপনটি নিয়ে খুশি শুভও। তিনি বলেন, 'ভালো একটি কাজ হচ্ছে। আমরা সবাই বেশ আনন্দ নিয়েই কাজ করছি। আমার বিশ্বাস, বিজ্ঞাপনটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।'
নুসরাত ফারিয়া বলেন, 'সব সময়ই আমি বিজ্ঞাপনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এবার শুভ ভাইয়ের সঙ্গে কাজ করে ভালো লাগছে।'