ওয়ারফেজ ব্যান্ড পথচলার তিন দশক পূর্ণ করেছে। এ উপলক্ষে আয়োজন করেছে 'ওয়ারফেজের ৩০ বছর সেলিব্রেশন লেগ্যাসি কনসার্ট'। এতে ব্যান্ডের বর্তমান সদস্যসহ আগের অনেক সদস্য সংগীত পরিবেশন করবেন। আগামীকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
ব্যান্ডের প্রধান টিপু বলেন, 'কমল, সঞ্চয়, রাসেল ও আমি ওয়ারফেজ গঠন করেছিলাম আশির দশকে। আমাদের ব্যান্ডের লাইনআপে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। তবে এবার আমরা সবাই এক মঞ্চে দাঁড়াব। এটা আমাদের জন্য আনন্দের দিন হতে যাচ্ছে।'
ওয়ারফেজের অনেক সদস্য দেশের বাইরে আছেন। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা দেশে আসছেন বলে জানা গেছে। আজকের মধ্যে সবাই এসে পৌঁছাবেন। আগামীকাল বিকাল সাড়ে ৪টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত অবধি।