গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচের লেখা নতুন উপন্যাস 'প্রেমলীলা' আসছে আগামী বইমেলায়। প্রিয়মুখ প্রকাশনী থেকে বইটি প্রকাশ হবে। কিন্তু প্রকাশের আগেই প্রেমলীলা উপন্যাসটি সাড়া জাগিয়েছে। এটি নিয়ে সিনেমা তৈরি করার জন্য বেশ কয়েকজন পরিচালক যোগাযোগ করছেন অনুরূপ আইচের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার নতুন উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের জন্য অনেকে যোগাযোগ করছেন। তবে আমি কাকে অনুমতি দেব তা নির্ভর করবে উপন্যাসটি প্রকাশের পর। প্রেমলীলা উপন্যাসটি যদি পাঠক মহলে সাড়া জাগায় তবেই আমি চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেব।'