সাদা শাড়ি লাল পাড়, দু'হাতে লাল চুড়ি, পায়ে ঘুঙুর। মঞ্চে এসে দাঁড়ালেন তিনি। সঙ্গে সঙ্গে আনন্দে কলকলিয়ে উঠলেন দর্শক। আসলে সাদিয়া ইসলাম মৌ মানেই যেন অন্যরকম ভালো লাগা। দীর্ঘদিন পর তিনি মঞ্চে নৃত্য পরিবেশন করলেন। 'হাজার তারের বীণা' নৃত্যনাট্যে অংশ নিলেন তিনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন ঘটনার প্রতীকী উপস্থাপন হয়েছে এ নৃত্যনাট্যে। কবির প্রেমিকা মন্দিরা হয়ে পুরোটা সময়ই মুগ্ধ করে গেলেন মৌ। কখনো আবেগী, বিরহী, কখনো আবার রুদ্রমূর্তি। তার সঙ্গে কবি চরিত্র নিয়ে মঞ্চে ছিলেন আবদুর রশিদ স্বপন। নৃত্য পরিচালনা করেছেন ফারজানা চৌধুরী বেবী। এ দিন থেকেই শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নৃত্য উৎসব। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত শিল্পকলা একাডেমিতে।