ডিজনির আরও একবার লাইভ অ্যাকশন ছবি তৈরি করছে ১৯৯১ সালে মুক্তি পাওয়া তাদের অ্যানিমেটেড মুভি 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট' অবলম্বনে। এবারের ছবিতে বেলের ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। 'হ্যারি পটার' সিরিজ-খ্যাত এই অভিনেত্রী খবরটি নিশ্চিত করেছেন তার ফেসবুক পেইজে। তিনি লিখেন-
'অবশেষে আপনাদের বলতে পারছি, নতুন বিউটি অ্যান্ড দ্য বিস্টে বেলের ভূমিকায় অভিনয় করব আমি।'
এমা আরও বলেন, 'এখনো বিষয়টিকে অপার্থিব মনে হচ্ছে। আমি 'বি আওয়ার গেস্ট' এবং 'সামথিং দেয়ার'র সুরে গাইতে পারব! আমার ভেতরে থাকা ছয় বছরের ছোট্ট মেয়েটি আনন্দে লাফাচ্ছে।'
ছবিটি পরিচালনা করবেন 'টোয়াইলাইট' সিরিজের শেষ দুই পর্ব 'ব্রেকিং ডন পার্ট ওয়ান' এবং 'পার্ট টু'র নির্মাতা বিল কনডন। ডিজনির পক্ষ থেকে মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
অভিনয় এবং নাচের পাশাপাশি ছবিতে গাইতেও হবে এমাকে। আর সে কারণেই এখন গানের তালিম নেওয়ার চিন্তা করছেন তিনি। 'আমার মনে হয়, সময় হয়েছে, গানের তালিম নেওয়ার।' এ কথাই জানান তিনি। ১৯৯১ সালে মুক্তি পায় ডিজনির অ্যানিমেটেড ছবি 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট'। দারুণ ব্যবসাসফল ছবিটি সেবারের অস্কারে অর্জন করেছিল ছয়টি মনোনয়ন।