আনুশকা শর্মার মন ভালো নেই। ভালো না থাকার কারণ একটাই- বিরাট কোহলির সঙ্গে তার প্রেম।
জানা গেছে, কোহলি-আনুশকার সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই চাইছে না বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপ চলাকালীন বিরাট-আনুশকার মধ্যে কোনো সম্পর্ক থাকুক।
নিজেদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গোপনীয়তা বজায় রাখলেও এখন অবশ্য খোলাখুলিভাবেই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের। প্রকাশ্যেই একে অন্যের প্রতি ভালো লাগা এবং ভালোবাসার প্রদর্শন করতেও এখন পিছ-পা হন না তারা। আর এখানেই আপত্তি বিসিসিআইয়ের। বোর্ড নির্দেশ দিয়ে বলেছে, আপাতত আনুশকার সঙ্গে এই মেলামেশা ও ঘোরাঘুরিতে রাশ টানতে হবে বিরাটকে। সুতরাং, আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত এই প্রেমিক যুগলের 'বিরহবেলা' কাটাতে হবে। আনুশকার সঙ্গে বিরাটকে দূরত্ব রেখে চলার নির্দেশ দিয়ে বিসিসিআইয়ের মুখপাত্র জানিয়েছেন, 'এটা শুধু বিরাট বলে নয়, সমস্ত খেলোয়াড়ের ক্ষেত্রেই। যাতে কোনোভাবেই ক্রিকেটারদের মন অন্যদিকে না যায়, সে চেষ্টাই চলছে।'