বিদ্যা সিনহা মীম নয়, আরেফিন শুভ’র বিপরীতে এবার দেখা যাবে হালের উঠতি নায়িকা পরীমণিকে। বলছিলাম প্রাণের একটি বিজ্ঞাপনের কথা। প্রায় তিন বছর আগে প্রাণ আপের বিজ্ঞাপনে জুটি বেধেছিলেন শুভ ও মীম। তাদের সেই বিজ্ঞাপনটি এখনও প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। এই জুটিকে সাধুবাদ ও প্রশংসাও জানিয়েছিলেন অনেকে। এবার প্রাণ আপের নতুন বিজ্ঞাপনে শুভ’র বিপরীতে কাজ করছেন পরীমণি।
জানা গেছে, প্রাথমিক কাজ শেষ হয়েছে বিজ্ঞাপনটির। শীঘ্রই প্রচারে যেতে পারবে এটি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এরকম একটি গ্রুপের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত। এর আগে একটি মিষ্টি কোম্পানীর বিজ্ঞাপনে কাজ করেছিলাম। বলতে পারেন সেই ধারাবাহিকতা বজায় রাখতেই প্রাণের এ বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করি বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।