নাচতে না জানলে উঠোন বাঁকা। তবে এখানে উঠোনও সোজা ছিল, নাচনিওয়ালীও খারাপ ছিল না মোটেও। তবু থপাস। নাচের রিহার্সেল করতে গিয়ে কোমরটাই গিয়েছিল শ্রদ্ধা কাপুরের। অল্পের জন্য রক্ষা। সম্প্রতি এবিসিডি টু সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে পড়ে আহত হয়েছেন এ অভিনেত্রী। তবে রিহার্সেল বন্ধ করেননি তিনি।
এবিসিডি টু সিনেমাটি নির্মিত হচ্ছে নাচ নির্ভর কাহিনী নিয়ে। তাই সিনেমাটিতে অনেক নাচের দৃশ্য রয়েছে। আর এ সিনেমায় নিজের নাচের পারফরমেন্স শতভাগ দিতে চান শ্রদ্ধা। সিনেমাটির নাচের দৃশ্যের প্রস্তুতি নিতে তাই দিনে অন্তত তিন ঘন্টা রিহার্সেল করেন তিনি। গত ২৬ জানুয়ারি মঙ্গলবার নাচের একটি দৃশ্যের রিহার্সেল করতে গিয়ে হঠাৎ পড়ে যান শ্রদ্ধা।
শ্রদ্ধার এমন ঘটনার পর উপস্থিত সবাই বিচলিত হয়ে পড়েন। এ সিনেমায় তার সহ অভিনেতা বরুণ ধাওয়ান এবং অন্যান্যরা সঙ্গে সঙ্গে তার সেবা করতে শুরু করেন। তবে আঘাত তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানা গেছে। আঘাত সত্বেও শ্রদ্ধা তার নাচের রিহার্সেল চালিয়ে গেছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=8pRlMcjU08I&x-yt-cl=84924572&x-yt-ts=1422411861
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৫/ আহমেদ