ইমরান হাশমির পাশাপাশি বলিউডে সিরিয়াল কিসারদের তালিকায় ইতোমধ্যে নিজের নামটি যোগ করেছেন রনবীর সিং। অভিনয়ের ক্ষেত্রে বলিউডে এখন বিষয়টা ভাত-মাছ। তবে রণবীর এবার আলোচনায় উঠে এসেছেন এক মেয়ে ভক্তকে চুমু দিয়ে।
সম্প্রতি ভারতের একটি কমেডি অনুষ্ঠানের প্রোমো প্রকাশ করা হয় অনুষ্ঠানটির টুইটার অ্যাকাউন্টে। প্রোমোতে রণবীরের পাশাপাশি দেখা গেছে অর্জুন কাপুর এবং করণ জোহরকেও। অনুষ্ঠানটিতে রণবীরের কথিত প্রেমিকা দীপিকাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। প্রোমোটির এক পর্যায়ে দেখা যায় রণবীর অনুষ্ঠানটির দর্শক সারিতে থাকা এক মেয়েকে চুমু খাচ্ছেন। এরপর দর্শক সারিতে বসে থাকা দীপিকাকে গিয়েও চুমু খান রণবীর সিং।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?x-yt-cl=85027636&v=EinuOwzmFos&list=PLF05eR2VJLBmYxfnJYAS-_jYIQB2L0jkH&x-yt-ts=1422503916#t=16
২৮ জানুয়ারি বুধবার তাদের ইউটিউব অ্যাকাউন্টে প্রোমোটি প্রকাশ করে এআইবি।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৫/ আহমেদ