১০ বছর আগে একসঙ্গে অভিনয় করা একটি ছবি নিয়ে বড় পর্দায় আসছেন মৌসুমী ও পপি। ছবির শিরোনাম 'লীলা মন্থন'। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মাণ করেছেন খোরশেদ আলম খসরু। এই ছবিতে মৌসুমী- পপির পাশাপাশি নতুন আরেকটি চমক থাকছে। আর তা হলো এতে আছেন মান্না। প্রয়াত এই অভিনেতার জীবদ্দশায় শেষ করে যাওয়া অনেকগুলো চলচ্চিত্রের কাজের মধ্যে এটি একটি। নির্মাতা বলেন, তিনজনই গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন। মুক্তযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্যই ছবিটি নির্মাণ করেছি। ১০ বছর আগে ছবির কাজ শেষ করেছি্। কিন্তু নানা জটিলতায় ছবিটি এতদিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এবার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে এবং যেহেতু এটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র তাই স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পাচ্ছে।