টেলর সুইফটের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট দুটি হ্যাক হয়েছে ২৭ জানুয়ারি। হ্যাকাররা মার্কিন এই গায়িকাকে তার নগ্ন ছবি প্রকাশের হুমকিও দিয়েছে। তবে এ সময় তার মুখে ছিলো উপহাসের হাসি! জানা গেছে, টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর নিজের প্রতিক্রিয়ায় হ্যাকারদের প্রতি ২৫ বছর বয়সী সুইফট বলেন, 'তোমাদের কাছে ফাঁস করে দেওয়ার মতো কিছুই নেই। আপাতত ফটোশপের কারসাজি করেই আনন্দ খোঁজো! হ্যাকাররা হ্যাক করবে, আর সুইফট হাসবে!'
এদিকে টেলর সুইফটের নতুন স্টুডিও অ্যালবাম 'নাইনটিন এইটি নাইন' তিন মাস ধরে টপচার্টের প্রথম সারিতে আছে। এর 'শেক ইট অফ' গানটি সাড়া ফেলেছে গোটা দুনিয়ায়।