বলিউড অভিনেত্রী রানী মুখার্জির ‘মর্দানি’র দেখে প্রশংসায় মুখরিত পোল্যান্ড। সম্প্রতি পোল্যান্ডের ওয়ারশ শহরের মুরানাও থিয়েটার হলে প্রিমিয়ার হয়ে গেল আদিত্য চোপড়ার ‘মর্দানি’ ছবিটি। আর সিনেমাটি দেখার পর রানীর অভিনয় আর কাহিনীর বুননে মুগ্ধ পোলান্ডের সিনেমাপ্রেমীরা। উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন পোলান্ড্যের দর্শকরাও।
এ প্রসঙ্গে রানী মুখার্জি জানান, ‘এটা আমার জন্য খুবই বিশেষ একটা দিন। পোল্যান্ডবাসীর কাছ থেকে এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত’। পোলিশ দর্শকের ভালোবাসা পেয়ে রানীর মন্তব্য, ভালো সিনেমা ভাষা ও শহরের গণ্ডি যে অনায়াসে পেরিয়ে যেতে পারে, তা প্রমাণ করন ‘মর্দানি’। দেশে পেরিয়ে ভিনদেশের এই দর্শকের ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন রানী।
শিশু পাচারচক্রকে কেন্দ্র করে এগিয়েছে ‘মর্দানি’র গল্প। এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রানী। প্রদীপ সরকারের পরিচালনায় গতবছর এইদেশে মুক্তি পেয়েছে রানীর ‘মর্দানি’। পোলান্ড্যের এক সিনেমাটোগ্রাফার কাজ করেছেন এ ছবিতে। গ্র্যান্ড প্রিমিয়ারের পর পোল্যান্ডে ছবিটি মুক্তি পাবে ৫ ফেব্রুয়ারি।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৫/মাহবুব