‘জাব তাক হ্যায় জান’র সাফল্যের পর পুনরায় একসঙ্গে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খান এবং আবেদনময়ী ক্যাটরিনা কাইফকে। রোহিত শেঠির নতুন একটি মুভিতে এ দু'জন একসঙ্গে জুটি বেধে অভিনয় করতে যাচ্ছেন। খবর ইন্ডিয়া টুডে'র
রোহিত শেঠি পরিচালিত মুুভিটির নাম এখনো ঠিক হয়নি। মুভিটিতে শাহরুখ-ক্যাট ছাড়াও দেখা যাবে নবাগত বরুণ ধাওয়ানকে। মুভিটি কিং খান নিজেই প্রযোজনা করবেন। চলতি বছরের শেষ দিকে মুভিটির কাজ শুরু হবে।
এদিকে, এই প্রথম শাহরুখ খান এবং বরুণ ধাওয়ানকে পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। শাহরুখের ভাইয়ের ভুমিকায় অভিনয় করবেন বরুণ।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৫/শরীফ