বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'ৎর চলতি অষ্টম আসরের গ্রান্ড ফাইনালেতে দেখা যাবে না সালমান খানকে। 'বাজরঙ্গি ভাইজান' নামে নতুন একটি মুভির শুটিংয়ে বর্তমানে রাজস্থানে প্রচণ্ড ব্যস্ত আছেন জনপ্রিয় এই অভিনেতা। তাই তার পক্ষে শোটির ফাইনালে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না বলে বলিউড লাইফ নামে একটি পোর্টাল জানিয়েছে। আগামীকাল ৩১ জানুয়ারি শোটির ফাইনাল অনুষ্ঠিত হবে। খবর ইন্ডিয়া টুডে'র
সালমান খান গত পাঁচ বছর ধরে বিগ বস'র উপস্থাপনা করেছেন। গত ৪ জানুয়ারি প্রোগ্রামটির সঙ্গে তার চুক্তির মেয়াাদ শেষ হয়ে যায়। তবে সালমান তা আর নবায়ন করেননি। তাছাড়া 'বাজরঙ্গি ভাইজান' মুভিতে অভিনয়ের ব্যাপারেও প্রতিশ্রুত ছিলেন তিনি। তাই শেষ পর্যন্ত শোটি ছেড়ে দিতে বাধ্য হন তিনি।
এদিকে, সালমান শোটি থেকে সরে যাওয়ায় তার জায়গায় অবশেষে নতুন উপস্থাপক হিসেবে নেওয়া হয়েছে চলচ্চিত্র পরিচালক ফারাহ খানকে। তবে ফারাহ 'বিগ বস হাল্লা বোল' নামে নতুন একটি সিরিজের উপস্থাপনা করছেন।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ২০১৫/শরীফ