সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকার 'লাভ জিহাদ' সংখ্যার কভার গার্ল বানানো নিয়ে বিতর্কের ঝড় ওঠে। 'লাভ জিহাদ' কভার গার্ল কারিনা কাপুর। ছবিটিতে কারিনার মুখের অর্ধেক অংশ কালো রঙয়ে ঢাকা, শুধু চোখের জায়গাটা খোলা। যা দেখে আপাতভাবে মনে হচ্ছে কারিনাকে বোরখা পরে দেখানোর চেষ্টা করা হয়েছে। মুখের অন্য অংশে সিঁথিতে সিঁদুর, লাল বড় টিপ।
আর এই ছবি নিয়েই শুরু হয়ে গেল বিতর্ক। কারিনা হিন্দু নাকি মুসলমান?- এই প্রশ্ন নিয়ে শুরু হল জোর গুঞ্জন। হিন্দু পরিষদ কারিনার পেছনে বেশ জোরেসোরে লাগে। মিডিয়াও পিছিয়ে থাকে না। ঠিক এই সময়ে স্ত্রীর পাশে এসে দাড়ান সাইফ আলী খান। মিডিয়া রিপোর্ট বলছে কারিনার ধর্মান্তরকে গুজব বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সাইফ।
একটি জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে সাইফের যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তা অনুযায়ী, অভিনেতার দাবি, বিয়ের পরেও কখনও কারিনার ধর্মান্তর হয়নি। এরপরই তিনি অনুরোধ জানান, কোনও ধর্মীয় বিতর্কে দয়া করে কারিনার নাম জড়াবেন না। বরং চলচ্চিত্র জগতে অসামান্য অবদান ও নারীদের অধিকারের জন্য যে কাজ কারিনা করছে তার জন্য আমাদের ওকে সম্মান জানানো উচিত।
সাইফ আলি খান কারিনা কাপুরকে আধুনিক শক্তিশালী নারীদের প্রতীক হিসাবে মন্তব্য করে সাইফ বিশ্ব হিন্দু পরিষদের দিকে আঙুল তোলেন। তিনি বলেন, বিশ্ব হিন্দু পরিষদকে গুরুত্ব দেওয়ার বদলে চরিত্র, জ্ঞান, এবং বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা উচিত।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৫/ আহমেদ