দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশ
উইমেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে আগামীকাল পাবলিক লাইব্রেরিতে শুরু হচ্ছে 'দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব'। এবারের স্লোগান- 'নারীর চোখে চলচ্চিত্র'। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে উৎসর্গ করা হচ্ছে এবারের উৎসব। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে কাল বিকাল ৪টায় চার দিনব্যাপী ওই উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উৎসবে বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সারাহ বেগম কবরী। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নারী নির্মাতাদের ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলোর মধ্যে থাকবে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও এনিমেশন চলচ্চিত্র। প্রতিটি সিনেমার কাহিনীও হবে নারীকে কেন্দ্র করে। সিনেমা প্রদর্শন ছাড়াও উৎসব প্রাঙ্গণে থাকবে সিনেমা-বিষয়ক কর্মশালা ও সেমিনার। প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা ও বিকাল ৫টায় সিনেমা প্রদর্শিত হবে। কোনো প্রকার দর্শনী ছাড়াই নারীরা সিনেমা দেখতে পারবেন।
আজ শেষ হচ্ছে প্রাঙ্গণেমোরের দুই বাংলার নাট্যমেলা
নাটকের দল প্রাঙ্গণেমোরের আয়োজনে আজ শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে আট দিনব্যাপী নাট্যোৎসব। আজ সমাপনী আয়োজনের নাটক মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। সমাপনী সন্ধ্যায় আজ মঞ্চায়ন হবে ভারতের নয়ে নাটুয়া নাট্যদলের নাটক 'মিসড কল'।
'দুই বাংলার নাট্যমেলা ২০১৫, রবীন্দ্র নাট্য ও অন্যান্য' শীর্ষক এই উৎসবে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সময় নাট্যদল, সুবচন নাট্য সংসদ, নাট্যতীর্থ, মহকাল নাট্য সম্প্রদায়, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, থিয়েটার আর্ট ইউনিট ও আয়োজক সংগঠন প্রাঙ্গণেমোর। নিজ নিজ প্রযোজনা নিয়ে ভারতের নাট্যদলগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে পূর্ব-পশ্চিম নাট্যদল, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র ও নয়ে নাটুয়া নাট্যদল।
এবারের উৎসবটি নিবেদন করা হয়েছে প্রয়াত নাট্যজন খালেদ খানকে। সফলভাবে উৎসব শেষ হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রতিটি নাট্যকর্মী।
১৬ মার্চ 'প্রমিথিউস'
দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসবের পঞ্চম সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক 'প্রমিথিউস'। স্কাইলাসের 'প্রমিথিউস বাউন্ড' আশ্রয়ে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আনন জামান ও নির্দেশনায় রয়েছেন মোস্তাফিজুর ইমরান।
সম্প্রতি অস্থির বিশ্বের সব অনাচার আর ক্ষমতার দম্ভ প্রকাশের প্রতিযোগিতার বিপরীতে এই সবুজাভে একজন প্রমিথিউস প্রয়োজন। যে শূন্য থেকে অমৃত চৈতন্য এনে ফুঁ দিয়ে ভরে দেবে চিত্ত-চৈতন্যের নিরুদ্ধ ঘরে। এ বিষয়টি নিয়েই গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামিউল জীবন। অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, জাহিদুল কামাল চৌধুরী দিপু, উৎপল চক্রবর্তী, মঞ্জুরুল করিম মিশু, পলি বিশ্বাস, সৈয়দ ফেরদৌস ইকরাম, ইকবাল চৌধুরী, বিথুন আহমেদ, এনামুল, সোনিয়া ইসলাম, শাপলা, সাথী, তন্নি, শিশির, সামিউল জীবন, প্রবীর মিত্র, আসাদুজ্জামান রাফিন, রাজিব হোসেন, এস এম সুমন, আরিফ হোসেন, সামসুল আলম, পূর্ণিমা সাহা ও ইমতু রাতিশ প্রমুখ।
১৫ মার্চ 'ম্যাকবেথ'
১৫ মার্চ সন্ধ্যায় আইটিআইর 'দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব'-এ মঞ্চায়ন হবে পদাতিক নাট্য সংসদের নাটক 'ম্যাকবেথ'। একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকটি। উইলিয়াম শেঙ্পিয়র রচিত এবং সৈয়দ শামসুল হক অনূদিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। 'ম্যাকবেথ'র বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শাখাওয়াত হোসেন শিমুল, শামছি আরা সায়েকা, মশিউর রহমান প্রমুখ।
ছায়ানটে লোকগানের সম্মিলন
ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে আজ অনুষ্ঠিত হবে ছায়ানটের বার্ষিক লোকগানের সম্মিলন। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করবেন লোক গবেষক শামসুজ্জামান খান।
এই সম্মিলনে অংশ নিচ্ছে দেশের নানা অঞ্চলের নানা স্বাদের লোকসুরের শিল্পীরা। এতে ঘাটুগান পরিবেশন করবে নেত্রকোনার সুসেন চন্দ্র সাহা রায় ও তার দল 'বেহুলা লক্ষ্মীন্দর' পালা পরিবেশন করবে নড়াইলের রতন সরকার ও তার দল। এ ছাড়া লোকগানের আরও আয়োজন থাকবে।