আমেরিকায় নিষিদ্ধ হতে পারে পর্নগ্রাফি ওয়েবসাইট। এ সংক্রান্ত একটি বিল মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছেন দেশটির উটাহ অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মাইক লি। নতুন প্রস্তাবিত এই বিল দেশটির অনলাইন পর্নোগ্রাফির আইনি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এই আইন মূলত ‘অশ্লীলতার’ সজ্ঞাকে পুনরায় সংজ্ঞায়িত করবে এবং পর্নোগ্রাফির ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করবে। বিলটির নাম The Interstate Obscenity Definition Act (IODA) বা আন্তঃরাজ্য অশ্লীলতা সংজ্ঞা আইন। এর লক্ষ্য হচ্ছে- অনলাইনে অশ্লীল বিষয়বস্তুর বিচারের আওতায় আনার জন্য সুপ্রিম কোর্টের কয়েক দশকের পুরনো মানকে আপডেট করা।
আন্তঃরাজ্য অশ্লীলতা সংজ্ঞা আইন পাস হলে কী হবে?
আইনটি পাস হলে- এটি ফেডারেল আইনের যৌন বিষয়বস্তুর আচরণকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে, বিশেষ করে অনলাইন প্রেক্ষাপটে।
১৯৩৪ সালের বর্তমান যোগাযোগ আইন থেকে ‘অভিপ্রায়’ উপাদানটি বাদ যাবে। এটি হলে স্পষ্ট যৌনতা সংশ্লিষ্ট বিষয়বস্তু প্রচার ও প্রকাশ অবৈধ হবে।
এ বিষয়ে প্রাপ্তবয়স্ক শিল্পের আইনজীবী কোরি ডি. সিলভারস্টেইন বলেছেন, “এই আইনের মাধ্যমে পর্নোগ্রাফির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞাও আসতে পারে। কারণ মূলত মাইক লি’র ওই বিলে সংজ্ঞা অনুসারেই সমস্ত প্রাপ্তবয়স্ক বিনোদন, সব ধরনের পর্নোগ্রাফিকে অশ্লীল বলে গণ্য করা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/একেএ