নাগরিকরা এখন থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। এছাড়া ট্রেড লাইসেন্স আবেদন করা এবং ফি জমা দেয়া যাচ্ছে অনলাইনে।
ডিএনসিসি’র প্রশাসকের নির্দেশনায় সংস্থাটির ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স প্রদান সহজীকরণ করতে অনলাইনে ঘরে বসে এই সেবা পাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকগণ।
ডিএনসিসি’র পক্ষ থেকে জানানো হয়, হোল্ডিং ট্যাক্স দিতে সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে ই-রেভিনিউ অপশনে ক্লিক করলে সিটিজেন চার্টারে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করলে ব্যক্তিগত ড্যাসবোর্ড খুলে যাবে।
ড্যাসবোর্ড থেকে হোল্ডিং ট্যাক্স অপশনে গিয়ে তথ্য প্রদান করে কুইক পে অপশন থেকে প্রদানকারীর ব্যাংক একাউন্ট অথবা কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় টাকা পরিশোধ করতে পারবে।
সিটিজেন পোর্টাল থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং, বিকাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ট্যাপ ও নগদের মাধ্যমে ডিএনসিসি’র ট্রেড লাইসেন্স ফি জমা দেয়া যাবে।
একইভাবে সিটিজেন পোর্টাল থেকে নতুন বাড়ি যেগুলো কর তালিকার আওতাধীন নেই সেগুলোর ই-হোল্ডিং নিজেই মূল্যায়ন করে হোল্ডিং ট্যাক্স অপশনে নতুন হোল্ডিং আবেদনে প্রয়োজনীয় তথ্য দিলে তার ট্যাক্স কত টাকা সে সংক্রান্ত তথ্য ও নতুন ই-হোল্ডিং নম্বর পেয়ে যাবে।
ডিএনসিসি করদাতাদের কর প্রদান কার্যক্রম সহজ করতে চলতি বছর ১১ মে থেকে পৌরকর মেলা আয়োজন করে।
ডিএনসিসির দশটি অঞ্চলে ২৪টি কেন্দ্রে মেলা চলবে ৩০ মে পর্যন্ত।
বিডি প্রতিদিন/আরাফাত