স্বামীর জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্ত্রী। কিন্তু সেই অনুষ্ঠানে অতিথিদের সামনে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে বিচ্ছেদের ঘোষণা দেন স্বামী। মুহূর্তেই বিচ্ছেদে পরিণত হয় জন্মদিনের অনুষ্ঠান। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন। অনেকেই ওই নারীর নিন্দা করেছেন। জানা যায়, স্বামী ফায়ার সার্ভিস কর্মীর জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্ত্রী।
জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত পার্টিতে নতুন পোশাক পরে উপস্থিত হন নিউ জার্সির ওই ফায়ার ফাইটার। তাকে দেখে অতিথিরা শুভেচ্ছা জানান। এরপর অতিথিদের উদ্দেশে তিনি বলেন, “যদিও আজ আমার জন্মদিন, তবে আমি আমার স্ত্রীর জন্য কিছু কথা বলতে চাই। এরপর স্ত্রীর দিকে এগিয়ে যান যুবক।
স্ত্রীকে বিয়ের আংটি খুলে দিতে বলেন। যুবকের ওই কথা শুনে তার স্ত্রী এবং অতিথিরা অবাক হয়ে যান। এরপর স্ত্রীকে চুম্বন করে ওই যুবক বলেন, আমি সব কিছু জানি। আমি তোমার পরকীয়ার কথা জানি। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছি। আমার ভালো লাগেনি। কিন্তু তোমার বিকল্প পরিকল্পনা নিয়ে আমি সব কিছু জানি।
স্বামীর সেই অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী। এরপর যুবক পরকীয়ার ভিডিও সবাইকে দেখিয়ে দেওয়ার কথা বললে তার স্ত্রী সব কিছু স্বীকার করেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেন যুবক। একে একে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান অতিথিরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও নিউজ১৮।
বিডি-প্রতিদিন/শআ