নিউইয়র্কস্থ ‘বাংলাদেশ সোসাইটি’র সাবেক কর্মকর্তারা এ বছর একটি মিলনমেলা আয়োজনের লক্ষ্যে সোমবার (১২ মে) জ্যামাইকার মেজ্জান রেস্টুরেন্টে একটি সভা হয়েছে। এটি ছিল সোসাইটির সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় সভা। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. ওয়াদুদ ভুঁইয়া।
পরিচালনা করেন যৌথভাবে সদস্য সচিব বাবুল চৌধুরী এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন।
সভায় ২১ এপ্রিলের প্রথম সভার ধারাবাহিকতায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন, মিলনমেলা কোথায় এবং কখন করা যায়, বাজেট নির্ধারণ, ম্যাগাজিন প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেজিস্ট্রেশনের মাধ্যমে অতিথি হিসেবে কারা থাকবেন-এসব ছিল এজেন্ডা। এমনি অবস্থায় বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির পক্ষ থেকে কয়েকজন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো ক্ষুুদে বার্তায় সোসাইটি ৫০ বছর পূর্তি ও মিলন মেলা আয়োজনের যে পরিকল্পনা নিয়েছে সে সম্পর্কেও আলোচনা হয়।
এদিকে, প্রস্তুতি কমিটিতে আহ্বায়কের সঙ্গে একজনের স্থলে ২ জন যুগ্ম আহ্বায়কের প্রস্তাব করা হয়। ডা. ওয়াদুদ ভুঁইয়া আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রব মিয়ার সাথে নার্গিস আহমেদকে যুক্ত করা হয়। সদস্য সচিব বাবুল চৌধুরীর সঙ্গে যুগ্ম সদস্য সচিব হিসেবে জেড আই চৌধুরী জুয়েল ও জে সানি মোল্লার নাম প্রস্তাব করা হয়। এছাড়া সমন্বয়ক জামান তপনের সঙ্গে সহ-সমন্বয়কারী হিসেবে সাইফুল ইসলাম, সরোয়ার খান বাবু, মঈন উদ্দিন মাহবুব, একেএম রফিকুল ইসলাম (ডালিম) এর নাম প্রস্তাব করা হয়। ফাইন্যান্স কমিটির প্রধান একেএম নুরল হকের সাথে সদস্য হিসেবে হায়দারের নাম প্রস্তাব করা হয়। সাংস্কৃতিক কমিটির প্রধান হিসাবে সাইদ আহমেদ চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে।
অভ্যর্থনা কমিটির প্রধান হিসেবে মনিরুল ইসলামের সাথে সকল সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক থাকার প্রস্তাব করা হয়েছে। স্যুভেনির কমিটির প্রধান শেখ সিরাজের নাম এবং সদস্য হিসেবে খান শওকত ও সিরাজ উদ্দিন সোহাগের নাম প্রস্তাব করা হয়েছে। মিলনমেলার ভেন্যু হিসেবে কুইন্স ও লং আইল্যান্ডের তিনটি স্থান বিবেচনায় রয়েছে। আরও পাওয়া গেলে তা বিবেচনা করা হবে। এবং উত্তম স্থানটিকে বেছে নেয়া হবে পরবর্তী সভায়।
প্রস্তুতি সভায় ছিলেন নার্গিস আহমেদ, রব মিয়া, মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, সউদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, এ কে এম ফজলে রাব্বী, মনিরুল ইসলাম, দুলাল মিয়া এনাম, নিশান রহীম, একেএম নুরল হক, শেখ সিরাজ, খন্দকার ফরহাদ, জেড আই জুয়েল চৌধুরী, সাইফুল ইসলাম, সিরাজ উদ্দিন সোহাগ, ওয়াহিদ কাজী এলিন, কাজী তোফায়েল ইসলাম, খান শওকত, সরোয়ার খান বাবু, সাইফুল্লাহ ভূঁইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত