ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বুধবার দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমিরের সাথে দেখা করবেন। দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। কারণ তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ উভয় দেশের কর্তৃপক্ষের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে।
কাতারের সার্বভৌম সম্পদ তহবিল, কিউআইএ বছরের পর বছর ধরে রিলায়েন্স ব্যবসায় বিনিয়োগ করেছে। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি আম্বানির গুগল এবং মেটার মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টদের সাথে অনেক ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে।
দোহার লুসাইল প্রাসাদে ট্রাম্পের জন্য একটি রাষ্ট্রীয় নৈশভোজে আম্বানি যোগ দেবেন। তবে কোনও বিনিয়োগ বা ব্যবসায়িক আলোচনা করার পরিকল্পনা করেননি, বিষয়টি সম্পর্কে সরাসরি জ্ঞাত থাকা প্রথম সূত্রটি জানিয়েছে।
ট্রাম্প এবং কাতার প্রশাসনের ঘনিষ্ঠ আরেকজন লন্ডন-ভিত্তিক ভারতীয় ব্যবসায়ীও এতে যোগ দেবেন। উভয় সূত্রই ব্যক্তির নাম প্রকাশ না করে জানিয়েছে।
আম্বানির এজেন্ডার বিস্তারিত বিবরণ স্পষ্ট নয়। রিলায়েন্স তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। ফেব্রুয়ারিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ভারত সফর করেন, যেখানে তার দেশ বিভিন্ন শিল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ট্রাম্প বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করবেন। যেখানে মধ্যপ্রাচ্যে নিরাপত্তার বিষয়ের চেয়ে বিনিয়োগের ওপর জোর দেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল