আইপিএলের পরিবর্তিত সূচিতে তিনটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে। কিন্তু ঠিক তার আগেই একের পর এক বোমা হামলার হুমকি মিলছে এই স্টেডিয়াম ঘিরে। গত কয়েকদিনে টানা তিনবার হুমকি ই-মেইল আসায় উদ্বেগে পড়েছে বিসিসিআই ও স্থানীয় প্রশাসন।
৮ ও ১২ মে রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের কাছে আসে প্রথম দুটি ই-মেইল, যেখানে বলা হয়, স্টেডিয়ামে বোমা রাখা হয়েছে। এর ঠিক পরেই ১৩ মে দুপুরে আবারও আসে একই ধরনের একটি হুমকি বার্তা। প্রতিবারই পুলিশ ও বম্ব স্কোয়াড স্টেডিয়াম ঘিরে তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত প্রতিটি হুমকি ভুয়া বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের প্রধান নীরজ কে পবন আশ্বস্ত করেছেন সমর্থকদের। তিনি বলেন,'স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আতঙ্কের কিছু নেই। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করেই আইপিএল ম্যাচ আয়োজন করা হবে।'
পরিবর্তিত সূচি অনুযায়ী, জয়পুরে আয়োজন করা হবে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ:
২৮ মে হবে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস। এরপর পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস
এবং পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ অনুষ্ঠিত হবে।
৮ মে সকাল ৯টা ১৩ মিনিটে যে প্রথম ই-মেইল আসে, তাতে লেখা ছিল,'অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।'
পুলিশ জানিয়েছে, ই-মেলটি পাঠানো হয়েছে 'পাকিস্তান জেকে ওয়েব' নামে একটি আইডি থেকে। যদিও এখনও পর্যন্ত এর উৎস নিশ্চিতভাবে জানা যায়নি।
বিডি প্রতিদিন/মুসা