ছুরি-কাচি চালানো ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো 'দ্য স্টোরি অব সামারা'। ৬ এপ্রিল ছাড়পত্রটি হাতে পেয়েছেন ছবিটির পরিচালক রিকিয়া মাসুদো ও প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স প্রোডাকশন।
'দ্য স্টোরি অব সামারা'র গল্প দুটি ভিন্ন গ্রহ ও এগুলোর বাসিন্দাদের ঘিরে। ভিনগ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। এ পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে অশুভ শক্তিকে মোকাবেলা করে পাঁচ তরুণ-তরুণী। ছবিটিতে অভিনয় করেছেন সিবা আলী খান, সাঞ্জু, আমান খান, পিয়া, শিমুল খান, এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলাসহ আরও অনেকে।
এ ছবিতে গান গেয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী প্রমুখ। সংগীত পরিচালনায় আলাউদ্দিন হক, ইমরান প্রমুখ। আবহসঙ্গীতের কাজ করেছেন শওকত আলী ইমন।
ছবির প্রযোজক জানে আলম খান বলেন, 'এ ছবিতে রহস্য ঘেরা কাহিনীর পাশাপাশি থাকছে নিখাঁদ প্রেমের গল্প। আগামী মাসের শেষ সপ্তাহে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।'
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ