একদমই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মতোই দেখতে লন্ডনের বাসিন্দা প্রিয়া মুখার্জি। এরই বদৌলতে অর্থাৎ দেখতে হুবহু সোনাক্ষীর মতো হওয়ায় এরইমধ্যে তিনি বেশ কিছু মুভিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। খবর ফিল্মিবিটের
এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে সম্প্রতি প্রিয়া তার এবং সোনাক্ষীর একটি কোলাজ ছবি পোস্ট করেন। ছবিটি পোস্ট করার পরপরই তিনি সবার নজরে চলে আসেন। খবরে আরো বলা হয়, সোনাক্ষীর সঙ্গে প্রিয়ার মিল থাকার জন্য তিনি ছোট পর্দায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। আর এতে কাজ করার জন্য তিনি ভারতে আসার চিন্তাভাবনাও করছেন।
প্রিয়া মুখার্জি অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ উচ্ছ্বশিত বলে জানিয়েছেন। এ ব্যাপারে প্রিয়া বলেন, 'ছোটোবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম একজন অভিনয় শিল্পী হিসেবে কাজ করার। আর দেখতে সোনাক্ষীর মতো হওয়ায় অভিনয়ের এ সুযোগ পেয়ে আমি অনেক খুশী।'
উল্লেখ, প্রিয়া মুখার্জির জন্ম ইতালিতে। তার বাবা ভারতীয় এবং মা ইতালির নাগরিক।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ২০১৫/শরীফ