"মূলত মানবিক দৃষ্টি দিয়েই ছবিটি তৈরি করেছি। এতে বিতর্কিত কোনো কিছুই তুলে ধরা হয়নি। একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে এ বিষয়টি সবসময় মাথায় রেখেছি।" নিজের পরিচালিত 'নির্বাসিত' ছবিটি সম্পর্কে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বললেন চূর্নি গাঙুলি।
বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন এবং তার পোষা বিড়াল মিনুর গল্প থেকে অনুপ্রাণিত টালিগঞ্জেরে সিনেমা ‘নির্বাসিত’ মুক্তি পাচ্ছে আগামীকাল। চূর্নি গাঙ্গুলি পরিচালিত এবং অভিনীত এই সিনেমাকে নিজের জীবনীভিত্তিক না বললেও ‘একজন নারী নির্মাতার পক্ষে সাহসী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন তাসলিমা। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তসলিমা বলেন, সিনেমাটিতে অনেক কল্পকাহিনী আছে। কেন আমাকে আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে, কিংবা মৌলবাদীরা কেন আমার নির্বাসন চেয়েছে- এগুলো সিনেমাটিতে উঠে আসেনি। কিন্তু এরপরও ‘নির্বাসিত’কে একটি সাহসী সিনেমা হিসেবে উল্লেখ করেছেন তসলিমা। কারণ অন্য পরিচালকরা তাকে নিয়ে কোনো সিনেমা তৈরির সাহস দেখাতে পারেননি। তাকে নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নেয়া হলেও বারবার পিছিয়ে গেছেন নির্মাতারা।
জানা গেছে, 'নির্বাসিত' তৈরির প্রথম উদ্যোগ নিয়েছিলেন চূর্নির স্বামী নির্মাতা কৌশিক গাঙ্গুলি। তসলিমার অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই কৌশিকের 'নির্বাসিত'র শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু কয়েক মাস পর তসলিমা দেখলেন কৌশিক ‘নির্বাসিত’র বদলে 'শব্দ'-এর কাজে হাত দিয়েছেন। তসলিমার ধারণা হয়েছিল, তাকে নিয়ে যে কোনো কিছুই শেষ পর্যন্ত হয়ে ওঠে না। কিন্তু সে ধারণাটাই পাল্টে দিলেন চূর্নি গাঙ্গুলি। ছবিটি সম্পর্কে জানতে চাইলে চূর্নি আরও বলেন, "এর শ্যুটিং হয়েছে কলকাতা এবং সুইডেনের কয়েকটি শহরে। আমি জানি তসলিমা ইস্যুকে কেন্দ্র করে অনেক নতুন প্রশ্ন উঠতে পারে। তাই এমন কিছু ছবিতে পুঁজি করিনি যার জন্য আমার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে।"
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৫/ রাসেল/ রশিদা