বিয়ের পর শহীদ কাপুরের নতুন মুভি 'শানদার'র ট্রেইলার ভক্তদের নজর কেড়েছে। নতুন মুভি উপলক্ষে এক প্রেস মিটিংয়ে এসেছিলেন শহীদ। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের মুখে সংসার জীবন নিয়ে প্রশ্ন ছিল। আর তার দারুণ জবাব দিলেন সদ্যবিবাহিত এই তারকা।
গত মাসের ৭ তারিখে দিল্লির মেয়ে মিরা রাজপুত কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন শহীদ। তাই স্বভাবতই নতুন জীবনের কথা জানতে উদগ্রীব ভক্তরা। বিয়ের পর এই প্রথম মিডিয়ার মুখোমুখি তিনি। এ প্রসঙ্গে এক প্রশ্নে শহীদ জানিয়েছেন যে, বিয়ের লাড্ডু সত্যিই দারুণ!
বিডি-প্রতিদিন/১৩ অাগস্ট ২০১৫/শরীফ