বর্তমানে বলিউডের ব্যস্ততম নায়িকাদের একজন দীপিকা পাড়ুকোন। নতুন সিনেমার জন্য তার ডেট মেলাই ভার। তার শেষ ছবি ‘পিকু’ অন্য ধারার ছবি হয়েও বক্স অফিসে সুপারহিট। এই মুহূর্তে এক সঙ্গে দু’টি ছবি নিয়ে ভীষণ ব্যস্ত দীপিকা। চলতি বছরের ২৭ নভেম্বরে মুক্তি পাবে ইমতিয়াজ আলির ‘তামাশা’। আর বড়দিনে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মাস্তানি’। বিগ বাজেটের এই দুই ছবিতেই দীপিকার বিপরীতে রয়েছেন রণবীর। ‘তামাশা’য় রণবীর কাপুর এবং বাজিরাও মাস্তানিতে রণবীর সিংহ।
তামাশার কাজ প্রায় শেষ। চলছে ছবির পোস্ট প্রোডাকশানের কাজ। কিন্তু সামান্য কিছু কাজ বাকি রয়ে গিয়েছে দীপিকার। তাই বাজিরাও নিয়ে ব্যস্ত দীপিকাকে দু’দিনের জন্য ‘ধার’ চেয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদ ওয়ালা। সূত্রের খবর, সেই ‘ছুটি’ মঞ্জুরও করেছেন বনশালী। আগামী রবি অথবা সোমবার তাই বাজিরাওয়ের ‘মাস্তানি’ চললেন রণবীরের সঙ্গে তামাশার কাজ শেষ করতে।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৫/মাহবুব