ফরিদা পারভীন মানেই লালনগীতি। তিনি লালন সংগীতশিল্পী হিসেবেই পরিচিত সবার কাছে। হ্যাঁ, লালনগীতি শিল্পীর অনেক প্রিয়। তাই বলে শুধু একই ধারার গান নিয়েই ব্যস্ত নন তিনি। বৈচিত্র্যময় গানও গেয়ে থাকেন। আর তাই এবার ফরিদা পারভীন আসছেন ভিন্নধর্মী অ্যালবাম নিয়ে। শিল্পী তার নতুন অ্যালবাম সাজাচ্ছেন ছয়জন কবির গান নিয়ে। এর মধ্যে মরমী কবি রয়েছেন পাঁচজন। তারা হলেন- পাগলা কানাই, হাছন রাজা, রাধারমণ, পান্ডু শাহ ও দুদ্দু শাহ। তাদের গানের পাশাপাশি শিল্পী আরও গাইবেন পল্লীকবি জসীমউদ্দীনের গানও। বর্তমানে ফরিদা পারভীন এই ছয় কবির গান নিয়ে কাজ করছেন। গানের সংখ্যা বেশি হয়ে গেলে তিনি একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশ করবেন বলে জানা গেছে। সম্প্রতি তিনি অ্যালবামের জন্য প্রাথমিক গান বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে ফরিদা পারভীন গানগুলোর রেকর্ডিং শুরু করবেন। শিল্পী বলেন, 'আমি দীর্ঘদিন ধরে অ্যালবাম দুটিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছি। এসব কবির বিভিন্ন ধরনের গান একাধিক শিল্পী এর আগে গাইলেও আমি নতুন কিছু গান বর্তমান প্রজন্মের শ্রোতাদের উপহার হিসেবে দিতে চাই। তবে কাজটি খুবই সময়সাপেক্ষ। আমি অনেক ধৈর্য নিয়ে এ কাজটি করতে প্রয়াসী হয়েছি। চলতি মাসেই কাজ শুরু করার ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কাজ শুরু করতে বিলম্ব হলো। এখন আমি সুস্থ। তাই আশা করছি একটানা রেকর্ডিংয়ের কাজ করতে পারব। এর সংগীতায়োজনে প্রাচীন লোকগানের সুর পেতে প্রাচীন বাদ্যযন্ত্রগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন মঞ্চে মরমী কবিদের গান পরিবেশন করে আসছি। গানগুলো পরিবেশনের পর শ্রোতাদের কাছ থেকে বিপুল সাড়া পাই। তাই এবার শ্রোতাপ্রিয় গান নিয়ে অ্যালবাম তৈরি করতে যাচ্ছি।'
এদিকে ফরিদা পারভীন গত সপ্তাহ থেকে তার গানের স্কুল অচিন পাখির ক্লাস শুরু করেছেন।
ফরিদা পারভীন নজরুলসংগীত ও আধুনিক গান দিয়ে তার সংগীতজীবনের যাত্রা শুরু করলেও লালনগীতি গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। শুধু দেশে নয়, লালনগীতির জন্য তিনি বহির্বিশ্বেও ব্যাপকভাবে সমাদৃত। কয়েক দশক ধরে লালনের গানের কথা ও সুর দিয়ে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মন ছুঁয়েছেন তিনি। বহু পুরস্কারেও ভূষিত হয়েছেন।