সত্যজিতের চারুলতা, নায়ক, সৃজিতের চতুষ্কোণ আর বলিউডে আলোচিত মার্গারিটা উইথ অ্যা স্ট্র থাকছে এবারের 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন'র প্রদর্শিত ছবির তালিকায়। তাছাড়া 'বজরঙ্গি ভাইজান'র পর সাইফ আলী খান ও ক্যাটরিনা অভিনীত পরিচালক কবির খানের নতুন ছবি 'ফ্যান্টম'রও এ উৎসবে হবে ওয়ার্ল্ড প্রিমিয়ার। এ তো সব বলিউডপ্রেমীদের জন্য খবর। তবে খবরের শেষ এখানেই নয়। এ উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি ছবিও। আবু শাহেদ ইমনের 'জালালের গল্প' এ উৎসবের 'ফিল্মস ফ্রম সাবকন্টিনেন্ট' বিভাগে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পেয়েছে। বলিউডে নামিদামি তারকাদের সামনে প্রদর্শিত হবে বাংলাদেশের এ ছবিটি। আজ মেলবোর্ন শহরে শুরু হবে 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০১৫'। এটি শেষ হবে ২৭ আগস্ট। ভারতের পাশাপাশি উৎসবে বাংলাদেশ, পাকিস্তান ও ভুটানের চলচ্চিত্রও দেখানো হবে।