আজ মুক্তি পাচ্ছে এস এ হক অলিকের ছবি 'আরও ভালোবাসব তোমায়'। এতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমণি, চম্পা, সোহেল রানা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ববি।
সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, হাবিব ওয়াহিদ ও হৃদয় খান। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, হাবিব ওয়াহিদ, হৃদয় খান, ইমরান, পড়শি, কোনাল, কিশোর ও লেমিস। তানজিব ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।