মিউজিক্যাল সুপারহিট সিরিজ 'আশিকি'র তৃতীয় কিস্তি নির্মাণের জন্য ফের হাত মিলিয়েছেন প্রযোজক ভূষাণ কুমার ও ভাট পরিবার। তবে নতুন অভিনয়শিল্পী নয়, 'আশিকি থ্রি' নামের ছবিটিতে থাকছেন হৃত্বিক রোশন। সিরিজটিকে আরও বড় করার ইচ্ছা থেকেই এই পরিকল্পনা প্রযোজকদের। কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয়। কোনো পক্ষই মুখ খুলছে না। তবে সূত্র বলছে, হৃত্বিকই এবার নায়ক হচ্ছেন।