জাতীয় শোক দিবসে শিল্পকলার বিশেষ আয়োজন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ছোটদের গল্প বলার আসর 'বঙ্গবন্ধুর গল্প শোন'। সকাল ১০টায় একাডেমির চিত্রশালায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। বিকালে একই মিলনায়তনে শুরু হবে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী, ১০ জন শিল্পী অঙ্কিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে 'শিল্পের আলোয় বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া শুরু হচ্ছে বঙ্গবন্ধুর ওপর নির্মিত চার দিনব্যাপী তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অন্যদিকে আগামীকাল জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে জাতির জনকের ৪০তম শাহাদাতবার্ষিকী উদযাপন করবে শিল্পকলা একাডেমি। এ ছাড়া আরও নানা আয়োজন রয়েছে।
আজ 'নীলখ্যান'
মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে ভিন্নধর্মী গল্পের নাটক 'নীলখ্যান'। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'সাপুড়ে' গল্প থেকে আনন জামান রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক।
উদ্বোধনী অভিনয়ের আনুষ্ঠানিকতায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নাসিরউদ্দীন ইউসুফ, অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ এবং লিয়াকত আলী লাকী।
নাটকে অভিনয় করবেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ আমিনুল আশরাফ, আসাদুজ্জামান রাফিন, মোহাম্মদ আহাদ, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন প্রমুখ।
ছায়ানটে আজ শ্রোতার আসর
আজ সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানটে অনুষ্ঠিত হবে শ্রোতার আসর। প্রতিষ্ঠানটির সংস্কৃতি-ভবনের তিন তলার রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
নিয়মিত শ্রোতার আসরে আজকের আয়োজনে সংগীত পরিবেশন করবেন ফাতেমাতুজ জোহরা ও অনিমেষ দাস।
নাট্যপুরাণের 'অমাবস্যা'
১৬ আগস্ট শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাট্যপুরাণ প্রযোজিত নাটক 'অমাবস্যা'।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন প্রবীর দত্ত। অভিনয় করবেন তুষার রায়, শামীম আহমেদ, ঐন্দিলা হাসান, সারা, সুমন, কাজী জিলানী, সরোয়ার, মুনি্ন, বিপ্লব, শুভ প্রমুখ।
১৬ আগস্ট 'কঞ্জুস'
১৬ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে লোকনাট্যদল [বনানী] প্রযোজিত হাসির নাটক 'কঞ্জুস'। মলিয়েরের 'দ্য মাইজার' অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত এ নাটকটির নির্দেশনায় রয়েছেন কামরুন নূর চৌধুরী। এতে অভিনয় করবেন দলটির নিয়মিত শিল্পীরা।
রবিঠাকুর স্মরণে 'বদনাম'
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চায়ন করবে কবিগুরু রচিত নাটক 'বদনাম। মোস্তফা হীরার নাট্যরূপ ও নির্দেশনায় ১৬ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হবে নাটকটি। কবিগুরুর ছোটগল্প অবলম্বনে 'বদনাম'র নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ওয়ালিদ আহমাদ রানা, আজমেরী সুলতানা লাকী, মো. মাইনুল ইসলাম, মাসুদ আলম বাবু, শাকিল আহমেদ, রাজিব লোচন মণ্ডল, শহীদুল ইসলাম খোকন, সেলিনা আক্তার প্রিয়া, মঈনুদ্দীন হাসান খোকন, মো. হাবিবুর রহমান, আবু তালেব মাসুম, ইরাতিক রিদরিতা ইতি, আক্তার হোসেন হীরা প্রমুখ।
কিসসা কাহিনীর 'সুখ চাঁন্দের মোড়'
২০ আগস্ট সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে কিসসা কাহিনী প্রযোজিত নাটক 'সুখ চাঁন্দের মোড়'। নাটকটি লিখেছেন আসাদুজ্জামান দুলাল। আর এটি নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন। নাটকটিতে অভিনয় করবেন কিসসা কাহিনীর নিজস্ব শিল্পীরা।