'বেবি ডল' বললেই দর্শকদের মনে ভেসে ওঠে সানি লিওনের মুখ। কিন্তু জানেন কি কার গলার জাদুতে পর্দায় প্রাণ পেয়েছিল সানির শরীরী হিল্লোল? তিনি বলিউড গায়িকা কনিকা কাপুর। শুধু 'বেবি ডল' নয়, 'পিঙ্ক লিপস্', 'দেশি লুক'এ-ও হিট সানি-কনিকা জুটি।
বেশ কিছু দিনের বিরতির পর এই দুই তারকা ফের কাজ করতে যাচ্ছেন এক সঙ্গে। তবে এবার কোনো মুভিতে নয়। একটি বিজ্ঞাপনের জন্য কাজ করবেন তারা। যেখানে ফের গান গাইবেন কনিকা এবং তার তালে কোমর দোলাবেন সানি লিওন। কিন্তু কিসের বিজ্ঞাপন তা নিয়ে এখনো মুখ খোলেননি কেউই। তবে বলিউডে জোর গুঞ্জন, মরুভূমিতে শুটিং হতে পারে সেই বিজ্ঞাপনের। ঠিক যেমন 'এক পহেলি লীলা'র একটি গানের দৃশ্যের শুটিং হয়েছিল মরুভূমিতে। যেখানে কনিকার গানে ঠোঁট মিলিয়েছিলেন সানি। তবে এই জুটি যে বড়পর্দার মতো বিজ্ঞাপনেও জনপ্রিয় হবে সে আশাই করছেন ভক্তরা। সূত্র : আনন্দবাজার
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট ২০১৫/শরীফ