অভিনয়ের জন্য তারকাদের কত কিছুই না করতে হয়। কাউকে শিখতে হয় গাড়ী চালানো। কাউকে আবার সাঁতার। ঠিক তেমনি এবার সাইকেল চালানো শিখতে হচ্ছে হালের আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়াকে। জানা গেছে, ঈদুল আজহার জন্য নির্মিতব্য একটি নাটকে সাইকেল চালানোর দৃশ্যে অভিনয় করতে হবে তাকে। এজন্য প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, গৌতম কৈরির পরিচালনায় একটি নাটকে সাইকেল চালাতে হবে। তাই সাইকেলের খোঁজে নেমে পড়েছি। আশা করি শিঘ্রই তা চালাতে পারব।
অন্যদিকে, পিয়ার পড়াশোনা আইন বিষয়ে। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে এদেশেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা। এখনো এলএলবি-ই শেষ হয়নি, একটা বছর বাকি। তৃতীয় বর্ষ শেষেই পিয়া পেয়ে গেছেন সরাসরি বার-অ্যাট-ল’র জন্য আবেদনের সুযোগ। তাই অনেকটাই উচ্ছ্বসিত পিয়া। আর এক বছর পর নামের আগে যোগ হবে ব্যারিস্টার।