জিরো জিরো সেভেন ফ্রাঞ্চাইজির নতুন পর্ব 'স্পেকট্রা'। বহুল আলোচিত এ মুভিতে এবার 'বন্ড ওম্যান' হিসেবে পর্দা কাঁপাবেন ইতালিয়ান সুন্দরী মনিকা বেলুচি। বিনোদন জগতের দীর্ঘ ক্যারিয়ারে অবশেষে জেমস বন্ড সিরিজের একটি পর্বে অভিনয়ের মাধ্যমে ষোলকলা পূর্ণ হবে মনিকার। তা ছাড়া এ জনপ্রিয় সুন্দরীর মুভিতে থাকাতে স্পেকট্রা আলাদা আকর্ষণ ছড়িয়ে দিয়েছে।
জেমস বন্ডের ২৪তম পর্বে এক ইতালিয়ান বিধবার চরিত্রে অভিনয় করছেন ৫০ বছর বয়সী বেলুচি। মুভিটিতে লুসিয়া সিয়ারা চরিত্রটি রহস্যে ভরপুর। এ চরিত্রে অভিনয় করা নিয়ে দারুণ উত্তেজিত তিনি। স্পেকট্রার 'বন্ড গার্ল' হিসেবে থাকছেন ফ্রেঞ্চ সুন্দরী লিয়া সিডক্স। এই বন্ড গার্লের ভূয়সী প্রশংসায় ভাসছেন। সিনেমা জগতে জেমস বন্ড একটা ইতিহাস। তা ছাড়া এবারের বন্ড গার্ল দারুণ অভিনেত্রী এবং অপূর্ব সুন্দরী।
স্যাম মেন্ডেজের পরিচালিত মুভিটিতে ব্রিটিশ টপ সিক্রেট এজেন্ট জেমস বন্ড এবার ম্যাক্সিকো সিটিতে একটি ভয়ংকর মিশনে যাবেন। রোমে তার পরিচয় ঘটে লুসিয়ার সঙ্গে। এই নারী এক কুখ্যাত অপরাধীর নিষিদ্ধ বিধবা স্ত্রী। বন্ড নতুন একটি গোপন সংগঠনের সন্ধান পান যার নাম 'স্পেকট্রা'। মানিপেনি এবং কিউ'র মাধ্যমে বন্ড খুঁজে পান মেডেলিন সোয়ানকে। এই চরিত্রেই অভিনয় করছেন সিডক্স। 'স্কাইফল'এ ঈর্ষণীয় সফলতার পর মেন্ডেজ হাল ধরেছেন নতুন পর্বের।
বন্ড গার্ল একজন চিকিৎসক। দারুণ বুদ্ধিমতী এই নারী স্পর্শকাতর চরিত্র। এ চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন লিয়া। জেমস বন্ডের নায়িকা হিসেবে লিয়া একেবারেই নতুন। তবে হলিউডের 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' এবং 'রবিন হুড'র মতো মুভিতে টিকিট পেয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছেন লিয়া।
চলতি বছরের নভেম্বরের ৬ তারিখে মুক্তি পাচ্ছে স্পেকট্রা। এতে আরো অভিনয় করেছেন অ্যান্ড্রু স্কট, রাল্ফ ফিনেস, নাওমি হ্যারিস, বেন উইশো, জেসপার ক্রিস্টেনসেন। আর জেমস বন্ডের ভূমিকায় আছেন হার্টথ্রব ড্যানিয়েল ক্রেইগ। ভিডিও দেখতে পাশের লিংকটি ক্লিক করুন : http://www.slashfilm.com/spectre-bond-women-featurette/ সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট ২০১৫/শরীফ