বড়পর্দায় ছবি উঠতে না উঠতেই হ্যাট্রিক করে ফেললেন শাকিব-পরী। অর্থাৎ তৃতীয়বারের মতো জুটি হিসেবে কাজ করতে যাচ্ছেন তারা। সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হয়েছেন আরও একটি ছবিতে। এর আগে গতকাল মুক্তি পায় এসএ হক অলিকের পরিচালনায় তাদের প্রথম ছবি 'আরো ভালোবাসবো তোমায়'।
অন্যদিকে, শফিক হাসানের 'ধূমকেতু' ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে শাকিব, পরী ছাড়া আরও দেখা যাবে তানহা তাসনিয়াকে। এই ছবিটি ছিল শাকিব-পরী জুটির প্রথম চুক্তিবদ্ধ ছবি। কিন্তু পরে কাজ শুরু করলেও আগে মুক্তি পেল 'আরো ভালোবাসবো তোমায়' ছবিটি।
খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব-পরীর তৃতীয় ছবির কাহিনী লিখছেন জহির বাবু। যদিও এই বিষয়ে কেউই এখনো মুখ খুলছেন না। জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, "এ বিষয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না। সময় হলে সবাই জানতে পারবেন।" তাহলে পরোক্ষভাবে ঘটনার সত্যতা স্বীকার করলেন কিনা এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, "অাপনারা সাংবাদিকরা পারেনও বটে! এখন তো দেখি গোয়েন্দাগিরিও শুরু করেছেন।"
তবে ফিল্মপাড়ার সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগেই এই ছবিটির জন্য শাকিব-পরী চুক্তিবদ্ধ হয়েছেন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন এর প্রযোজক। এখন শুধু দেখার বাকি এ ঘোষণা আসতে আর কতোদিন অপেক্ষা করতে হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৫/ রশিদা