ভারত তার জন্মস্থান নয়। এমনকি নেই কোনো আত্মীয়তার বন্ধন। তারপরও বর্তমানে বলিউডের আলোচিত এক অভিনেত্রীর জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউডে তিনি ‘বিদেশিনী’। শ্রীলঙ্কা থেকে বলিউডে পা রাখা নেহাত ছেলেখেলা নয়। তবে বলিউডে রাতারাতি তারকা বনে যাওয়া এই নায়িকাকে বলিউডে জাগয়া নিতে খুব একটা বেগ পেতে হয়নি। কারণ প্রথম ছবিতেই স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে। ছবির নাম ছিল ‘আলাদিন’। নায়ক হিসেবে পেয়েছিলেন রীতেশ দেশমুখকে।
তবে বলিউডে পা রাখার আগে, জ্যাকলিন একটি মডেলিং অ্যাসাইনমেন্টে এসেছিলেন ভারতে। ২০০৯ সালে তাকে প্রথম অফারটি দিয়েছিলেন পরিচালক সুজয় ঘোষ। তারপর সালমান খানের সঙ্গে ‘কিক’-এর মতো সুপারহিট ছবিও করেছেন।
এবার অবশ্য পর্দায় ইমেজ খানিকটা বদলাচ্ছেন জ্যাকুলিন। আসন্ন ছবি ‘ব্রাদার্স’-এ তাকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়। এই মায়ের আবার প্রচুর টানাপোড়েন রয়েছে। বোঝা যাচ্ছে, রোলটি ভিন্ন ধরনের, চ্যালেঞ্জিং। জ্যাকলিন নিজেও বলছেন, এই রোলটিই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৫/মাহবুব