নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক জাতীয় মাশরাফি বিন মর্তুজা ও মডেল-অভিনেত্রী ঈশানা।
শনিবার বিএফডিসির দুই নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। এটি নির্মাণ করছেন ডেট ডট প্রডাকশন হাউসের ব্যবস্থাপনা পরিচালিক গাজী শুভ্র।
এ প্রসঙ্গে নির্মাতা গাজী শুভ্র বলেন, সময় না থাকায় শনিবার বিকেল পর্যন্ত মাশরাফি বিজ্ঞাপনটির দৃশ্যধারণে অংশ নেবেন। এরপর তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তাই আজই (শনিবার) দৃশ্যধারণ শেষ করব।’
বিজ্ঞাপনের গল্প সম্পর্কে জানা গেছে, ‘চুলের কলপের বিজ্ঞাপন এটি। এতে দেখা যাবে, বিয়েবাড়িতে বেড়াতে এসেছেন মাশরাফি। তিনি এসে দেখবেন বরের কিছু চুল সাদা। তখন পণ্যটি ব্যবহারের পরামর্শ দেবেন মাশরাফি।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৫/মাহবুব