বলিউডি ঢঙে আইটেম গার্ল এখন ঢাকার ছবিতে আবশ্যক হয়ে পড়েছে। এই আবশ্যকতা অবশ্য বাণিজ্যিক প্রয়োজনে। বুকিং এজেন্ট বা সিনেমা হল মালিকরা কোনো ছবি নেওয়ার আগে জানতে চান এতে আইটেম সং আছে কিনা। না থাকলে আগ্রহ দেখান না। তাদের কথায় আইটেম গান ছাড়া ছবি চলে না। মানে আইটেম সং হচ্ছে এখন ছবির প্রধান বাণিজ্যিক উপাদান।
বর্তমানে আইটেম গান বলিউড থেকে কপি করা হলেও ঢালিউডে আইটেম গার্ল বা আইটেম সং নতুন কিছু নয়। একেক সময় এটি একেক নামে প্রচলিত ছিল। যেমন ষাটের দশকে একে বলা হতো বাইজি নৃত্য। ছবিতে বাইজিপাড়ার রং মহলে একজন নৃত্যশিল্পী নেচে-গেয়ে খদ্দরের মন ভরাত। ষাটের দশকে প্রখ্যাত চিত্রপরিচালক এহতেশাম তার 'এদেশ তোমার আমার' ছবির মাধ্যমে এ জাতীয় নৃত্য-গীতের প্রচলন করেন। এ ছবিতে শেলী নামে এক নৃত্যশিল্পী বাইজি নাচ নেচেছিলেন।
সত্তরের দশকের ছবিতে ক্যাবার, পানশালা অথবা বারে একজন নৃত্যশিল্পীকে নাচতে-গাইতে দেখা যেত। প্রথমে একে বলা হতো ক্যাবার ডান্স, পরে নামকরণ হয় ডিস্কো ডান্স। এই ডিস্কো ডান্স নব্বই দশক পর্যন্ত ছবিতে ব্যবহার হয়। ইংরেজিতে 'ডিস্কো' শব্দটির পাঁচটি অক্ষরের মধ্যে একটি হলো আই। প্রখ্যাত অভিনেতা ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদের মতে, এই 'আই' থেকেই আইটেম সং বা আইটেম গার্লের উৎপত্তি।
ঢালিউডে বাইজি থেকে আইটেম গার্ল পর্যন্ত যারা দর্শক মন রাঙিয়েছেন বা রাঙাচ্ছেন তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন শেলী, মঞ্জু দত্ত, শুভ্রা দে, শর্বরী, কল্পনা, প্রিন্সেস লাকী, প্রিন্সেস জরিনা, প্রিন্সেস দিবা, প্রিন্সেস মায়া, নতুন, অঞ্জনা, চাঁদনী, মায়া, স্বপ্না, সুফিয়া, বীনা, ইয়াসমিন, শিউলী, মুনমুন, ময়ূরী, পলি, নাসরিন, সিন্ড্রি রাওলিন, বিপাশা কবির, নায়লা নাইম, সাদিয়া আফরিন, জান্নাতুল ফেরদৌস পিয়া, রুমা প্রমুখ।
ঢালিউডে আগে বাইজি নাচ, ক্যাবার ডান্সার, ডিস্কো ডান্সার থাকলেও ২০১০ সাল থেকে চালু হয় আইটেম নাচ। ওই বছর নোমান রবিন পরিচালিত 'কমন জেন্ডার' ছবির জন্য হলিউড থেকে আনা হয় আইটেম গার্ল সিন্ড্রি রাওলিনকে। এরপর ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত 'ভালোবাসার রঙ' ছবিতে আইটেম গার্ল হয়ে আসেন লাঙ্তারকা বিপাশা কবির। এই ছবিতে তার দক্ষ পারফরমেন্স ঢালিউডে তাকে আইটেম গার্ল হিসেবে স্থায়ী আসন তৈরি করে দেয়। এখন পর্যন্ত এই ভূমিকায় কাজ করে যাচ্ছেন তিনি। আইটেম গান হলেই প্রথম প্রস্তাব পান বিপাশা কবির।
বিশেষ আইটেম গার্লের পাশাপাশি গল্পের প্রয়োজনে মূল নায়িকারাও এখন আইটেম সংয়ে অংশ নিচ্ছেন। এই তালিকায় অপু বিশ্বাস, ববি, মাহি, নিপুণের মতো জনপ্রিয় নায়িকাদেরও অংশগ্রহণ রয়েছে।
প্রখ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমান বলেন, ছবিতে আইটেম গান নতুন কিছু নয়। শুধু ঢালিউডে নয়, টালিউড, বলিউডেও তা ছিল এবং এখনো আছে।
তবে বর্তমানে যেভাবে আইটেম সং অপরিহার্য হয়ে পড়েছে আগে তেমনটি ছিল না। বিনোদনের জন্য গল্পের প্রয়োজনে ছবিতে নাচ গান থাকবেই। কিন্তু তা যেন শালীনতার সীমা না ছাড়ায় সেদিকে নির্মাতাদের লক্ষ্য রাখতে হবে। না হলে অশ্লীলতার সময়ের মতো আবারও আমাদের চলচ্চিত্রশিল্প বিতর্কের মুখে পড়বে। তাই বিষয়টি নিয়ে ভাবতে হবে।