হাবিব ওয়াহিদ ও মিলা- দুজনেই ব্যাপক জনপ্রিয় আমাদের সংগীতাঙ্গনে। দুজনেই স্ব স্ব ক্ষেত্রে আলোচিত। তাদের রয়েছে বিশাল ভক্ত সংখ্যা। তাই দুজনকে একসঙ্গে নিয়ে গান তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন বুলবুল বিশ্বাস। অবশেষে উদ্যোগ সফল হয়েছে। হাবিব-মিলা দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গানটি তৈরি হয়েছে হাবিবের সুরেই। আর এটি ব্যবহার হবে 'রাজনীতি' শিরোনামের একটি ছবিতে। 'ও আকাশ বলে দে না রে প্রেমে পড়েছে মন'- এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 'রাজনীতি' ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, জায়েদ খান ও পিয়া বিপাশা।
সংগীত অঙ্গনে হাবিব ওয়াহিদকে খুঁজে পাওয়া গেলেও মিলা ছিলেন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এই বছর নতুন কিছু গান নিয়ে সংগীত ভুবনে ফিরছেন মিলা। সম্প্রতি মিলা তার অ্যালবাম ও মিউজিক্যাল ছবি 'আনসেন্সরড' প্রকাশ করেছেন। আর হাবিবের ভক্তদের জন্য আজ আসছে নতুন মিউজিক ভিডিও 'মন ঘুমায় রে'। নতুন গান প্রসঙ্গে হাবিব বলেন, 'অন্য আট-দশটা ছবির গান আমি যেভাবে করি এটাও সেভাবে করা হয়েছে। ছবির গল্প এবং নির্মাণ ভাবনা অনুযায়ীই গানটি করেছি। আর গানে মিলার মতো একটি ভয়েজ দরকার ছিল। তাই তাকে নেওয়া হয়েছে।'
মিলা বলেন, 'আমি কিন্তু গান থেকে সরে যাইনি। নিয়মিত গানই করছি। আর এ ছবির গানের প্ল্যান ভালো লাগায় ভয়েজ দিয়েছি।'